পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত। গতকাল শনিবার (১ নভেম্বর) সকাল ৯ টায় সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে সহস্রাধিক অভিভাবকের অংশগ্রহণে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা শাখার উদ্যোগে “প্যারেন্টিং কনফারেন্স” অনুষ্ঠিত হয়।

পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা শাখার চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিশিষ্ট টেলিভিশন উপস্থাপক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ এবং ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন, পাবনা শাখার চেয়ারম্যান পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রিন্সিপাল ইকবাল হুসাইন প্রমুখ।

প্রধান অতিথি ড. আহসান হাবীব ইমরোজ বলেন, “সন্তান লালন-পালন কেবল অভিভাবকের দায়িত্ব নয়, এটি এক মহান আমানত। অভিভাবকদের সচেতনতা, ভালোবাসা ও সঠিক দিকনির্দেশনাই পারে আগামী প্রজন্মকে আদর্শবান, নৈতিক ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে। সন্তান লালনে সচেতন অভিভাবকত্বই একটি সুন্দর সমাজ ও দেশের ভিত্তি।” বিশেষ অতিথির বক্তব্যে আলমগীর মোহাম্মদ ইউসুফ বলেন, “একটি শিশুর মানসিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানÑদু’টির ভূমিকাই সমান গুরুত্বপূর্ণ। আজকের এই কনফারেন্স আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের বীজ বপন করবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি আদর্শ শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানো জরুরি। অভিভাবকদের উচিত সন্তানের প্রতি দায়িত্বশীল থাকা, তাদের সময় দেওয়া, মানসিক চাহিদা বোঝা এবং সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষাগ্রহণের সুযোগ করে দেওয়া।” তিনি পিস স্কুলের মৌলিকত্ব উল্লেখ করে বলেন, “পিস স্কুল মাতৃভাষা বাংলা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি এবং কুরআনের ভাষা আরবিতে দক্ষ মানুষ তৈরির পাশাপাশি নৈতিকতা-সমৃদ্ধ মানুষ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করছে।” অন্যান্য বক্তারা বলেন, “সমাজ, রাষ্ট্র ও গোটা পৃথিবীর মানবসভ্যতার উন্নয়নে আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব প্রদান করবে ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের পালন করতে হবে। নিজেদের মেন্টরশিপের পাশাপাশি সঠিক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করানোও অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।” কনফারেন্সে মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের খ্যাতিমান শিল্পী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ওবায়দুল্লাহ তারেক এবং অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি সংসদের শিল্পীবৃন্দ। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ, পাবনার আয়োজনে আগত অভিভাবক ও অতিথিদের হাতে উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৬ সেশনের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।