চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সম্প্রতি চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি আবু হানিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মোজাফফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৭ চান্দিনা আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ প্রমুখ।