তা’মীরুল মিল্লাত মাদরাসার মূল ক্যাম্পাস যাত্রাবাড়ী মীরহাজিরবাগের ছাত্র “মিশকাত রাইয়্যান” মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার বয়স মাত্র ৯ বছর। সে অত্র মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

২০২৫ সালের এপ্রিল মাসে থেকে সে মরণব্যাধি ইউইং সারকোমা ক্যান্সারে আক্রান্ত। এ পর্যন্ত চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। মধ্যবিত্ত একটি পরিবারের জন্য ক্যান্সারের চিকিৎসা ব্যয় বহন করা অসম্ভব, এ কথা বিবেকবান কারো অজানা নয়। তাই বাধ্য হয়ে তার পিতা সন্তানের চিকিৎসার জন্য সরকার, দেশের বিত্তবান সহৃদয় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।

তার পিতা মোঃ সেলিম হোসেন তা’মীরুল মিল্লাতের আলিম ২০০৬ ব্যাচের সাবেক ছাত্র। তিনি দেশবাসীর নিকট দোয়া ও মানবিক সহায়তা কামনা করেছেন।

সহায়তা পাঠানোর নম্বর, বিকাশ+নগদ: ০১৭১০৫০৯২৮১, বিকাশ: ০১৭৯০৮৯৯৮৫৬। প্রেসবিজ্ঞপ্তি।