রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদকে (সোহাগ) প্রকাশ্যে নৃশংসভাবে খুন করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (১২ জুলাই) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, 'চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের বর্বরোচিত ও পৈশাচিক হত্যাকাণ্ড আমাদের সমাজের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করে। দেশের প্রতিটি বিবেকবান নাগরিকের মতো আমরাও শোকাহত, ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।'
বিবৃতিতে আরও বলা হয়, 'আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। শিক্ষক সমাজ বিশ্বাস করে, আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।'
এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন ছাত্রদল নেতারা।
উল্লেখ্য, রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে জনসমক্ষে ব্যবসায়ী হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।