বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ১৬তম ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও “সাকসেস কোড অব লাইফ : এ ব্লুপ্রিন্ট ফর পারসোনাল অ্যান্ড প্রোফেশনাল গ্রোথ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম। সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান তাসমিয়া মোসলেহউদ্দীন। এছাড়া সেমিনারে মূল প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম। স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের স্থায়ী ক্যাম্পাসের কো’অর্ডিনেটর ও অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, শিক্ষাজীবন কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধের সমন্বয়ই একজন শিক্ষার্থীকে জীবনে সফল করে তোলে। আজকের বিদায়ী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবে এই বিশ্বাস থেকেই নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসকে অবিরাম উন্নত করতে হবে। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, গান ও মঞ্চ নাটক পরিবেশন করা হয়। সবশেষে সন্ধ্যায় বারবিকিউ পার্টির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেসবিজ্ঞপ্তি।