ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ রবিবার (২০ এপ্রিল) “রিসার্চ মেথডস: টুলস অ্যান্ড টেকনিকস শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে বিভিন্ন বিভাগের প্রভাষক ও সহকারী অধ্যাপকরা অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধন হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান রিসোর্স পারসন হিসেবে গবেষণা পদ্ধতি, টুলস ও টেকনিকস বিষয়ে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন। তিনি বলেন, “ভালো গবেষক হতে হলে শুধু আগ্রহ নয়, উপযুক্ত কৌশল ও প্রক্রিয়া জানা জরুরি।
ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, “গবেষণা ও একাডেমিক গুণগত মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। ডুয়েটকে আন্তর্জাতিক মানের গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করব। উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “আগ্রহ ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো সীমাবদ্ধতা জয় করে গবেষণায় সফল হওয়া সম্ভব।
প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হয়।