ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বমানে পৌঁছে দেবে। রবিবার বিকেলে (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত নবীন বরণ-২০২৫ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ডুয়েট কেবল একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয়— এটি উদ্ভাবন, গবেষণা ও মানবসম্পদ বিকাশের কেন্দ্র। নবীনরা সময়ের সদ্ব্যবহার করে দায়িত্বশীল, সৃজনশীল ও মানবিক প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলবে। তিনি নবাগত শিক্ষার্থীদের মাদক, রাজনীতি ও আঞ্চলিকতামুক্ত ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, আমাদের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা আজ আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান, আর পেছনে ফেরার সুযোগ নেই।
ভিসি আরও জানান, একনেকে অনুমোদিত ‘এম-ডুয়েট প্রকল্প বাস্তবায়িত হলে ডুয়েট বিশ্বমানের গবেষণাগার ও ল্যাব সুবিধাসম্পন্ন আধুনিক ক্যাম্পাসে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরা যেন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে ডুয়েটের সুনাম বিশ্বে ছড়িয়ে দেয়। আরও বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইইই অনুষদের ডীন অধ্যাপক ড. রুমা এবং বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পর ওবিই কারিকুলাম বিষয়ক সেমিনারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। শেষে তিন নবাগত শিক্ষার্থীকে আইকিউএসি কর্তৃক পুরস্কৃত করা হয়।