ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ডাকসুর নেতারা জানিয়েছেন, এবারের সাধারণ সভায় এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হবে।
ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান জানান, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিপুল জয় অর্জনের পর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হয়েছিল। এবার ২০২৫ সালে অনুষ্ঠিতব্য দ্বিতীয় সাধারণ সভায় সেই সিদ্ধান্ত বাতিল করা হবে।
মহিউদ্দিন বলেন, “২০১৯ সালে যেভাবে দ্বিতীয় সাধারণ সভায় সদস্যপদ দেওয়া হয়েছিল, ঠিক তেমনভাবেই এবারের সভায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত হবে। বিষয়টি নিয়ে সব নির্বাচিত প্রতিনিধি নীতিগতভাবে একমত হয়েছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।”
তিনি আরও জানান, ডাকসুর বর্তমান কমিটি শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তারা দুটি ধাপে কাজ করছে—একটি তাৎক্ষণিক সেবা কার্যক্রম, অন্যটি দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন।
এজিএসের ভাষায়, “কিছু কাজ ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে, কিছু কাজ চলমান। নীতিগত পরিবর্তনের অনেক উদ্যোগ শুরু করেছি, যদিও সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব নয়। আমরা ধারাবাহিকভাবে প্রতিশ্রুত কাজগুলো সম্পন্ন করব।”