সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে উচ্চ শব্দে অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।