রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বেরোবি ক্যাম্পাস ও রংপুর মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সৌজন্যে দোয়া ও ইফতার মাহফিল গত বুধবার বিকেলে বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ডক্টর মোহাম্মদ হারুন-অর-রশিদ দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।