স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বিশ্বব্যাপী পর্যটন ও বিমান খাতে দক্ষ জনবলের ঘাটতি পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রফেশনাল প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও সহযোগিতা শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

রবিবার রাজধানীর কারওয়ান বাজারে আপডেট কলেজে কেবিন ক্রু প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে শিক্ষার্থীদের প্রযুক্তি, ইংরেজি ও কারিগরি প্রশিক্ষণে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটুআই, ইউনিসেফসহ বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

তিনি আরও জানান, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় অধিভুক্ত কলেজের ৫০ হাজার ছাত্রীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, পরে এ সুযোগ শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আপডেট কলেজের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইএসএল পরিচালক অধ্যাপক ড. মোঃ আবুদ্দারদা, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন ভূইয়াঁ, ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক এবং ইউএইচআরের সিইও মো. সাখাওয়াত হোসেন।