ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা প্রকাশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। নারী শিক্ষার্থীদের ছবি অপসারণ ও তালিকার প্রবেশাধিকার সীমিত করার দাবিতে চার শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রকাশিত ভোটার তালিকা সরিয়ে নেয়।
রিট আবেদন করেন আইন বিভাগের সাখাওয়াত জাকারিয়া, অর্থনীতি বিভাগের রিদওয়ান মন্ডল রিফাত, অপরাধবিজ্ঞান বিভাগের তাসনিম জুমা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবিকুন নাহার তামান্না। তাদের মধ্যে তিনজন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী, আর রিদওয়ান গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত থাকলেও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।
আবেদনে বলা হয়, ভোটার তালিকায় নারী শিক্ষার্থীদের ছবি উন্মুক্ত রাখা তাদের গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ করছে এবং নানা ধরনের হয়রানির সুযোগ তৈরি করছে। তাই তালিকা যেন ওয়েবসাইটে থাকে কিন্তু সাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রিত হয় এবং নারী শিক্ষার্থীদের ছবি বাদ দেওয়া হয়, এমন দাবি জানানো হয়।
এ বিষয়ে রিটকারী সাখাওয়াত জাকারিয়া বলেন, আমরা চাইছিলাম ভোটার তালিকা ওয়েবসাইটে থাকুক, তবে শিক্ষার্থীরা যেন রেজিস্ট্রেশন নম্বর বা নির্দিষ্ট তথ্য দিয়ে প্রবেশ করতে পারে। কিন্তু বিশ্ববিদ্যালয় পুরো তালিকাই সরিয়ে দিয়েছে, যা আমাদের উদ্দেশ্য ছিল না।
অন্যদিকে ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ এক ফেসবুক স্ট্যাটাসে জানান, এই রিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের প্যানেলের প্রার্থী সাখাওয়াত জাকারিয়া।
তিনি লিখেছেন, নারী শিক্ষার্থীদের ছবি উন্মুক্ত রাখায় নানা ধরনের হয়রানির ঘটনা ঘটছিল, তাই রিট করা হয়েছিল। এর পর প্রশাসন তালিকা সীমিত করার সিদ্ধান্ত নেয়।
এর আগে ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা বন্ধ করা হয়েছে। এখন থেকে কেবল সংশ্লিষ্ট দপ্তর ও হল কর্তৃপক্ষই তালিকায় প্রবেশাধিকার পাবে।