জাবি প্রতিনিধি; ঈদ-উল-ফিতরের ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আগামীকাল ৭ এপ্রিল অফিসিয়ালি খুলছে। এছাড়া আগামী ৮ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষার কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন।
শিক্ষার্থীদের নির্বিঘ্নে ও নিরাপদে ক্যাম্পাসে ফেরার সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের ০১৭৬৫৩৩৩৯৫৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছুটি শেষে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে গার্ড, আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে।