বাংলাদেশের ৬৪টি জেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ০৮টি লার্নিং সেন্টার, একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এবং ০৮টি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৬৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষাগুলো এই নতুন কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এসএসসি, এইচএসসি, পিএসসি ও বিভিন্ন সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষাও এসব কেন্দ্রে নেওয়ার সুযোগ তৈরি হবে। ফলে কলেজসমূহে দীর্ঘ সময় ধরে ক্লাস বন্ধ থাকার প্রবণতা হ্রাস পাবে এবং শিক্ষার্থীদের সেশনজট কমে আসবে। ভিসি আশাবাদ ব্যক্ত করেন, এতে শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে। এছাড়া অধিভুক্ত কলেজসমূহের শিক্ষার্থী ও শিক্ষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা (পটুয়াখালী), টেকনাফ (কক্সবাজার), রাঙ্গামাটি, হবিগঞ্জ, তেতুলিয়া (পঞ্চগড়), শ্যামনগর (সাতক্ষীরা), শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) ও হাতিয়ায় (নোয়াখালী) লার্নিং সেন্টার স্থাপন করা হবে।

শিক্ষকদের জন্য চুয়াডাঙ্গায় একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য ঢাকা, যশোর, কুষ্টিয়া, ঠাকুরগাঁও, নোয়াখালী, পটুয়াখালী, খাগড়াছড়ি ও কক্সবাজারে আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপন কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।