আল্লাহর রহমতে, দয়াল নবীজির রুহানী ফয়জের বরকতে ৩/১৪ ব্লক জি লালমাটিয়া, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা প্রতি বারের মত এবারও ফাজিল ডিগ্রিতে ১ম,২য় ও ৩য় বর্ষে এ+ সহ প্রথম বিভাগ পেয়ে শতভাগ পাসের গৌরব অক্ষুণœ রেখেছে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে অত্র মাদরাসা গত বিশ বৎসর যাবৎ কামিল এম.এ পরীক্ষায় সকল শিক্ষার্থীরা প্রথম শ্রেণী পেয়ে শতভাগ পাসের গৌরব অক্ষুণ্ন রেখে আসিতেছে বিফাদলিল্লাহ। সুসংবাদ যে, এই মাদরাসায় যারা কামিলে আবাসিক/অনাবাসিক ভর্তি হইবে আমি প্রতিষ্ঠাতা সভাপতি তাদের থাকা/খাওয়া ফ্রি/হাফ ফ্রি করিয়া দিব ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।