ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবিতে পঞ্চগড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পঞ্চগড় জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মহাসড়ক অবরোধে পঞ্চগড়ের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় রাস্তার দুই পাশে যানবাহান আটককা পড়ে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। এসময় বক্তব্য রাখেন, পঞ্চগড় নার্সিং শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবি জানান। দাবী মানা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।