DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

জাবিতে 'ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার সংকট পর্যালোচনা' শীর্ষক সেমিনার

ফিলিস্তিনের প্রখ্যাত চিন্তাবিদ, আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক বিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসী বলেন, 'বায়তুল মাকদিস ফিলিস্তিনিদের একক কোনো ইস্যু নয়। এটি সমগ্র মুসলিম উম্মাহর এমনকি সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। গাজায় পরিচালিত তুফান আল-আকসা আন্তর্জাতিক রাজনীতি ও ভূ-রাজনীতির পট পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমা ঔপনিবেশিক প্রজেক্ট হিসেবে প্রতিষ্ঠা করা বাফার স্টেট ইসরায়েল তার শেষ বয়সে এসে উপনীত হয়েছে।

Messenger_creation_8AE339A1-C641-44E8-8AB4-7A49DB6B5838

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, দর্শন বিভাগ ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের যৌথ উদ্যোগে 'ফিলিস্তিন, লেবানন এবং সিরিয়ার সংকট বিশ্লেষণ ও পর্যালোচনা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ ভবনের ৩২২ নং কক্ষে এ সেমিনার আয়োজিত হয়।

এসময় ফিলিস্তিনের প্রখ্যাত চিন্তাবিদ, আন্তর্জাতিক সম্পর্ক ও সামাজিক বিজ্ঞান বিশেষজ্ঞ প্রফেসর ড. আব্দুল ফাত্তাহ আল-ওয়াইসী বলেন, 'বায়তুল মাকদিস ফিলিস্তিনিদের একক কোনো ইস্যু নয়। এটি সমগ্র মুসলিম উম্মাহর এমনকি সমগ্র মানবতার জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। গাজায় পরিচালিত তুফান আল-আকসা আন্তর্জাতিক রাজনীতি ও ভূ-রাজনীতির পট পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমা ঔপনিবেশিক প্রজেক্ট হিসেবে প্রতিষ্ঠা করা বাফার স্টেট ইসরায়েল তার শেষ বয়সে এসে উপনীত হয়েছে।

বক্তব্যে তিনি আরও বলেন, 'গত ৭ই অক্টোবরের পর থেকে প্রায় ৬ হাজার ইসরায়েলী সৈন্য নিহত হয়েছে যা গত ১০০ বছরের যেকোনো যুদ্ধে তাদের হারানো সৈন্যের চেয়ে বেশি। এই যুদ্ধের ফলে বিপুল পরিমাণে আর্থিক ক্ষতিরও শিকার হয়েছে তারা। এভাবে পতন ঘনিয়ে আসছে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের। বলা যায় যে, আগামী ২০ থেকে ৩০ বছরের মাঝেই ইসরায়েল নামে কোনো জায়গার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর মানচিত্রে।' তবে এর পূর্বে আমাদের প্রয়োজন জ্ঞানতাত্ত্বিক বিপর্যয়, চিন্তাগত উপনিবেশ ও বুদ্ধিবৃত্তিক দাসত্ব থেকে কাটিয়ে ওঠা। বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো যদি স্বাধীন হয়, নিজেদের স্বতন্ত্র জ্ঞান ও থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে পারে এবং সেই আলোকে স্ট্রাটেজিক থিংকিং ও প্ল্যানিং করে, তবেই সম্ভব ফিলিস্তিনের মুক্তি।'

সেমিনারে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ বলেন, 'বর্তমান উদারনৈতিক বিশ্ব ব্যবস্থার যে প্রতিশ্রুতি তা দারুণভাবে লঙ্ঘিত হয়েছে তার প্রত্যক্ষ নমুনা হচ্ছে জায়নবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী শিশু হত্যা, দখল, উচ্ছেদ, আন্তর্জাতিক আইন অমান্য, মানবাধিকার লঙ্ঘন, নিয়ম ও চুক্তি ভঙ্গের মাধ্যমে। তাদের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমানুষের প্রতিবাদ অব্যাহত রয়েছে। সেসব দেশের সরকার বিশ্বব্যাপী এ প্রতিবাদকে বিবেচনায় নিচ্ছে না এর মধ্য দিয়ে রাজনীতি ফিলিস্তিনি ইস্যুতে কারারুদ্ধ হয়ে গেছে। একই সাথে বর্তমান বিশ্ব ব্যবস্থার ভিত্তি ন্যায্যতা, স্বাধীনতা, গণতন্ত্র, সহিষ্ণুতা উপেক্ষা করার মধ্য দিয়ে এ বিশ্ব ব্যবস্থা তার যৌক্তিকতা হারিয়ে ফেলেছে।

এসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম রাসেল ও একই বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ ইরফান সাদিক তাদের গবেষণা প্রবন্ধে লেভান্ট (প্যালেস্টাইন, সিরিয়া ও লেবানন) অঞ্চলে ইসরায়েলের আধিপত্যবাদী ক্ষমতার বহিঃপ্রকাশের ওপর আলোকপাত করেন এবং ইসরায়েলকে বাইবেলে বর্ণিত লেভিয়াথান দানব ও দার্শনিক টমাস হবস-এর সার্বভৌম শক্তির লেভিয়াথানের মধ্যে তুলনামূলক দৃষ্টি দেখানোর চেষ্টা করেন। তারা মনে করেন, লেভান্ট অঞ্চলের অরাজকতা এখনই থামছে না। প্রভাব ও আধিপত্য বিস্তারের চক্করে মধ্যপ্রাচ্যের এই অংশটি আরো অনেকদিন অরাজকতা শিকার হতেই থাকবে।

উল্লেখ্য, এসময় গা'যাবাসীর প্রতি সম্মান জানিয়ে কবিতা আবৃত্তি করেছেন কবি ইকবাল খোরশেদ, কবি মাহমুদা আক্তার ও কবি তালুকদার লাভলী ও আহমেদ রেজা।

এছাড়া বক্তব্য রাখেন- ইসলামি চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক হাসান আল ফিরদাউস।