বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA) ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশলথ বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সমাপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “বর্তমানে শিক্ষা কার্যক্রমকে সহজ ও দ্রুত শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল অত্যাবশ্যক। আমাদের কর্মীবাহিনী ও যন্ত্রপাতি থাকলেও উপযুক্ত প্রশিক্ষণের অভাব রয়েছে। তাই এই প্রশিক্ষণ থেকে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা সারাদেশের শিক্ষার্থী সেবায় কাজে লাগাতে হবে।