জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

শনিবার (২৮ জুন) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতির ভাষণে উপাচার্য বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের রক্তের ঋণ আমাদের জাতিগত ঐক্যের মাধ্যমে শোধ করতে হবে। বৈষম্য বিলোপ ও সংস্কারের যে প্রত্যয় নিয়ে আন্দোলন হয়েছিল, সেই লক্ষ্যপূরণে এখনও ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বৈচিত্র্যের নামে বিভাজন ও দলাদলির রাজনীতি জাতিকে বিভ্রান্ত করছে।

তিনি বলেন, যে আত্মত্যাগ ও সাহসিকতা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেই রক্ত বিস্মৃত হওয়া যায় না। নতুন বাংলাদেশে রাষ্ট্র সংস্কার ও কাঙ্ক্ষিত পরিবর্তনের সুযোগকে কাজে লাগাতে হলে প্রয়োজন মেধাবী, সৎ ও পক্ষপাতমুক্ত নাগরিক সমাজ গড়ে তোলা। এটিই হওয়া উচিত আমাদের জাতীয় অঙ্গীকার।

উপাচার্য জানান, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভকে স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। একইসঙ্গে ‘সেন্টার ফর এশিয়ান স্টাডিজ’, ‘ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ অ্যান্ড থিওলজি’ এবং চারুকলা বিভাগে ‘ক্যালিগ্রাফি অ্যান্ড টাইপোগ্রাফি’ ও ‘ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার’ নামে দুটি নতুন ডিসিপ্লিন চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে উপাচার্য বলেন, দীর্ঘ ৩২ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়াদোত্তীর্ণ অন্যান্য পর্ষদসমূহেরও নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন আয়োজনের পরিকল্পনার কথাও তিনি জানান।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব ২০২৪-২৫ অর্থবছরের ৩৩৭ কোটি ৯৩ লক্ষ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২৩ কোটি ৩৫ লক্ষ টাকার মূল বাজেট উপস্থাপন করেন।