গাজীপুরের কালিয়াকৈরে ছাত্রী ধর্ষণ, বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অব্যাহতভাবে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবীতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা (জবি) ইসলামী ছাত্রীসংস্থা।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ একটি মনস্তাত্ত্বিক ব্যাধি। মানবাধিকার অধিকারের তথ্য মতে নারী, শিশু, বৃদ্ধ সহ নবজাতক পর্যন্তু ধর্ষণের শিকার হচ্ছে। এক্ষেত্রে সরকারের যতাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
ছাত্রী সংস্থার প্রতিনিধি শুখীমন খাতুন বলেন, জুলাই আন্দোলনে নারী পুরুষ শিশু সকলে অংশ গ্রহণ করেছিল তাই আমরা আশা করেছিলাম এমন একটা দেশ হবে যেখানে সবার অধিকার রক্ষা করা হবে। ধর্ষণের ঘটনা বারবারই ঘটছে এবং বারবারই আমাদের আপনাদের সামনে দাড়াতে হচ্ছে। আমরা কি নারীদের জন্য নিরাপদ দেশ গঠন করতে পেরেছি কি না? গত ৫ বছরে ৬৩০৫ নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। এ বছরের গত ২ মাসে ১০৭ জন ধর্ষণের শিকার হয়েছে যার মধ্যে ৬৬ জন ১৮ বছরের কম বয়সী ছিল।
জবি শিক্ষার্থী ইশারতি ইমু বলেন, এরকম চলতে থাকলে ধর্ষণ গুলো ঘটতে থাকবে তার বিপরীতে আমরা মানববন্ধন করতে থাকবো। আর কোনো সমাধান আসবে না। আপনি যদি দেখে থাকেন দেখবেন ভিক্টিমকে কিভাবে হাইলাইট করা হয় এভাবে যদি ধর্ষককে হাইলাইট করা হতো এবং তাদের বিচারের আওতায় আনা হতো। এ ঘটনাগুলো যখন প্রতিনিয়ত ঘটতে থাকে তখন মানুষ ভাবে তারা ঘরেই নিরাপদ। যার ফলে অনেক নারী উচ্চ শিক্ষা লাভ করতে ব্যর্থ হয়।
উল্লেখ্য, সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় তিন হিন্দু যুবকের বিরুদ্ধে ১৩ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ছাড়া বুয়েট ছাত্র শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মুসলিম মেয়েদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও মুসলিম নারী ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠে।