গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি (আইএসএই)-এর ষষ্ঠ প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা। প্রাণির আচরণ ও কল্যাণবিষয়ক আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়া, সংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নৈতিক ও টেকসই প্রাণিপালন উৎসাহিত করাই ছিল এই কর্মশালার মূল উদ্দেশ্য।কর্মশালায় সভাপতিত্ব করেন গাকৃবির এফভিএমএএস অনুষদের ডিন, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন গাকৃবির ভিসি, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-ভিসি, প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং আইএসএই-এর বাংলাদেশ প্রতিনিধি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, ও ঢাকা থেকে আগত গবেষক, শিক্ষক, নীতিনির্ধারক ও পশুস্বাস্থ্য সংশ্লিষ্ট পেশাজীবীরা উপস্থিত ছিলেন। কর্মশালার সূচনা হয় ড. জসীম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে। পরে আইএসএই-এর ডেভেলপমেন্ট অফিসার আলোভা আলুওয়াশেয়ুন সেরাহ এবং প্রেসিডেন্ট ড. জ্যানিস সিগফোর্ডের রেকর্ডকৃত অডিও-ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যেখানে তাঁরা সংগঠনের ইতিহাস, কার্যক্রম, নীতিমালা, প্রাণির আচরণ বিষয়ক গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর আলোকপাত করেন। এসব বার্তা অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণিকল্যাণ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি গঠনে সহায়ক হয়।কর্মশালার শেষাংশে “বাংলাদেশে প্রাণিকল্যাণ বিষয়ক বর্তমান আইন ও নীতিমালা” বিষয়ে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন, প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার। এই পর্বে বক্তারা অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালার সমাপ্তি ঘটে বক্তা ও অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণের মাধ্যমে।
শিক্ষাঙ্গন
গাকৃবিতে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আন্তর্জাতিক প্রাণিকল্যাণ কর্মশালা
প্রাণী গবেষণা ও নীতিনির্ধারণে নতুন মাইলফলক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লায়েড ইথোলজি (আইএসএই)-এর ষষ্ঠ প্রাণিকল্যাণ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা।
Printed Edition
