ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন নিরাপত্তা জোরদার করতে প্রধান প্রবেশপথে সেনা মোতায়েন থাকবে। ভোট গণনার সময়ও সেনা কেন্দ্রগুলোকে ঘিরে রাখবে, যাতে নির্বাচনী কার্যক্রম নিরাপদে সম্পন্ন হয়।
নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ের মূল সাতটি প্রবেশ পথে আর্মি স্ট্রাইকিং ফোর্স অবস্থান করবে। ভোটগ্রহণ শেষ হওয়া থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সেনারা কেন্দ্রগুলো ঘিরে রাখবেন, যাতে বাইরের কোনো অননুমোদিত ব্যক্তি কেন্দ্রে প্রবেশ করতে না পারে।
তিনি আরও জানিয়েছেন, ভোটের দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। এছাড়া ভোটের সাত দিন আগে থেকে হলগুলোতে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না।
ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রার্থীরা নির্দিষ্ট সময়ে হলগুলোতে পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করতে পারবেন এবং প্রচারণা সংক্রান্ত সকল কার্যক্রম নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।