নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : গত ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ নেছারাবাদ উপজেলা কর্তৃক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত হাফেজ মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীন সাহেব সভাপতি হুফফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখা।

মুহতামীম, বরছাকাঠী দারুল উলুম আশরাফিয়া মাদ্রাসা, নেছারাবাদ, পিরোজপুর। সভাপতিত্ব করেন- জনাব হযরত মওলানা মোঃ সুলতান মাহমুদ, সভাপতি হুফফজুল কুরআন ফাউন্ডেশন, নেছারাবাদ উপজেলা শাখা।

আমন্ত্রীত ওলামায়ে কেরামগণ- হযরত মাওলানা মুহাম্মাদ আল-আমিন সাহেব, মুহআমিম, বালিহারী খাদেমুল ইসলাম কওমী মাদ্রাসা, নেছারাবাদ।হযরত হাফেজ মুহাম্মাদ শহিদুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব ইমাম ও খতিব মিয়ার হা মসজিদ, হযরত মাওলানা মুফতি নিয়াজ মাখদুম সাহেব মুদির, আলহাজ্ব আব্দুর রউফ নেসারিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, নেছারাবাদ প্রমুখ।

প্রতিযোগিতায় ক খ গ ঘ ঙ পাঁচটি গ্রুপে অংশগ্রহণ করে। ক গ্রুপে যে কোনো ৫ পাড়া ধারাবাহিক (অনূর্ধ্ব ১০ বছর), খ গ্রুপে যেকোনো দশ পারা ধারাবাহিক (অনূর্ধ্ব ১২ বছর), গ গ্রুপে যে কোন ২০ পাড়া ধারাবাহিক (অনূর্ধ্ব ১৫ বছর), গ গ্রুপে পূর্ণ ৩০ পাড়া হাফেজ কুরআন (অনূর্ধ্ব ১৮ বছর), ঙ গ্রুপে ছিগারুল হুফফাজ পূর্ণ হাফেজ কুরআন (অনূর্ধ্ব ১০ বছর)। প্রতিযোগিতায় নেছারাবাদ উপজেলার ২০টি মাদ্রাসার বিভিন্ন বয়সের দেড়শতাধীক ছাত্র অংশগ্রহণ করে।