রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এফ-৭ ফাইটার জেট বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২২ জুলাই) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, "গতকালের মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুলের শিশুদের কান্না পুরো জাতিকে কাঁদিয়েছে। আমাদের পক্ষে এখন করণীয় একটাই—আল্লাহর দরবারে দোয়া করা। তাই আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে আমরা নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।"
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর একটি এফ-৭ ফাইটার জেট বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় বেশ কিছু শিশু ও সাধারণ মানুষ হতাহত হন, যা গোটা দেশে গভীর শোকের ছায়া ফেলে।