এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির উদ্যোগে ২৩ জুলাই বুধবার রাতে রাজধানীর একটি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির অন্যতম উপদেষ্টা মু. নূরুল ইসলাম বুলবুল, এ.বি.এম আব্দুস সাত্তার, ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটির সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন এক্স স্টুডেন্ট ফোরাম অব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল যথাক্রমে কামরুজ্জামান পুলক, আ.স.ম খায়েরুজ্জামান সবুর, ড. মোবারক হোসাইন, ইবনুল করিম মিঠু, কামরুজ্জামান কোরবান, ফরহাদ হোসেন, আশরাফুল আলম ইমন, হাবিবুর রহমান, আজিজুর রহমান আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদেরকে বাংলাদেশ পুনর্গঠনে অগ্রণী ভুমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের সংগঠন রাজশাহী এলামনাই এসোসিয়েশনের (রুয়া) নির্বাচন আগামী ২৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। রুয়াকে গতিশীল সংগঠনে পরিনত করতে নির্বাচনকে উৎসব মুখর করতে হবে। এই নির্বাচনে রুয়ার সকল প্রাক্তনী সদস্যদের অংশ গ্রহণ নিশ্চিত করে সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থীদের বিজয়ী করতে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, আবেগ ও ভালোবাসার টানে রাজধানীর বুকে আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা একত্রিত হয়েছি। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনেক অবদান রয়েছে। এই অবদানকে ধররে রাখতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (রুয়া) আগামী ২৬ জুলাইয়ের নির্বাচনে যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আহবান জানান।