জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, "গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। এর কোনো বিকল্প নেই। দায়িত্বশীল, সাহসী ও অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতিমুক্ত, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

শনিবার (০২ আগস্ট ) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে “গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (প্রথম পর্ব), ২০২৪ শিক্ষাবর্ষ” নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজ গত কয়েক বছরে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেগুলোর কার্যক্রমে কোনো পর্যবেক্ষণ ছিল না। নানা নামে নানা কার্যক্রম দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। এসব বন্ধে আমরা ইতোমধ্যে কলেজগুলোতে অডিট ও কঠোর মনিটরিং চালু করেছি।”

তিনি আরও বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের করদাতা জনগণের অর্থে পরিচালিত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই অর্থ যেন অপচয় বা আত্মসাত না হয়, তা নিশ্চিত করা আমাদের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব।”

ভবিষ্যতে পিআইবি পরিচালিত গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক মাস্টার্স কোর্সে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ভিসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শারমিন। শেষে জুলাই গণআন্দোলনের ওপর নির্মিত তথ্যচিত্র “শ্রাবণ বিদ্রোহ” প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে আলোড়িত করে।