ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে । তবে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রচারপত্র বিতরণকে কেন্দ করে ছাত্রদল-সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের সঙ্গে কয়েকজন নারী শিক্ষার্থীর বাক-বিতন্ডা লক্ষ্য কার গেছে।
এই কেন্দ্রে সামসুর নাহার হলের শিক্ষার্থীরা ভোট দিতে আসলে একজন কর্মী প্রচারণাপত্র বিতরণ করেন। এসময় নারী শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে বলেন ‘আজকে তো প্রচারপত্র দিচ্ছেন কেন? আজকে তো এটা দেওয়ার কথা না।’
তখন আবিদুল বলেন, ‘শিক্ষার্থীরা এতগুলো পদ প্রার্থীদের মনে রাখবে কি করে? তখন তিনি তার কর্মীকে বলেন তুমি দিতে থাক, আমি প্রশাসনের সাথে কথা বলতেছি।’ পরবর্তীতে আরেকজন এসে সেই কর্মীর কাছে একই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান।
এর আগে ভোটগ্রহণ চলাকালে নিয়ম লঙ্ঘন করে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন আবিদুল ইসলাম খান। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রের একটি নির্ধারিত অংশে প্রবেশ করেন, যেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্রে ঢুকতে পারেন না। তবে সেই নিয়ম উপেক্ষা করে কেন্দ্রে প্রবেশ করেন আবিদুল। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
কেন্দ্রে প্রবেশের পর আবিদুল সাংবাদিকদের বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্ড দেয়নি। এজন্য আমাকে ছাত্রীদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তাই এখানে এসেছি পরিস্থিতি দেখতে। তিনি দাবি করেন, ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো উদ্দেশ্য তার ছিল না। বরং তিনি দেখাতে চেয়েছেন, নির্বাচন পরিচালনায় কতটা অব্যবস্থা রয়েছে।
তবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক বলেন, প্রার্থীদের কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ নেই। আমি নিজে জহুরুল হকের কেন্দ্রে ছিলাম। ওই সময়ের ঘটনা জানি না। খোঁজ নিয়ে দেখছি।
আবিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের বিবেক খাটিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নিন। কেউ যেন ভোটাধিকার প্রয়োগ না করে ঘরে বসে না থাকেন। সবাই কেন্দ্রে গিয়ে ভোট দিন।
ভোট শুরুর পর থেকেই ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। প্রথমবারের মতো হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বাইরে আটটি কেন্দ্রে হচ্ছে ভোট। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে।