ফেনী সংবাদদাতা : ফেনীর একটি অভিজাত হোটেলে ইসলামী ছাত্রশিবির ফেনী জেলা শাখার উদ্যোগে এসএসসি,দাখিল ও সমমানের এ+ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়। শিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলালের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ইমাম হোসেন আরমানের সন্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, দাগনভূইয়া সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ ফখরুদ্দিন মানিক।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভির হায়দার আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা ও জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান।
অভিভাবকের পক্ষ থেকে ছাগলনাইয়া আমজাদ হাট ইউপি সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ ইব্রাহীম ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মুনতাসির রহমান। অনুষ্ঠানে শিহরন সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পিরা মনোজ্ঞ নাটিকা ও সংগীত পরিবেশন করে। সম্বর্ধিত শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
প্রধান অতিথি ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ছাত্রশিবির আজ তোমাদেরকে সংবর্ধনা দিয়েই তাদের দায়িত্ব শেষ করবে না। শিবির তোমাদেরকে একজন দক্ষ, যোগ্য, সৎ, দেশ প্রেমিক ও খোদাভীরু হিসেবে গড়ে তুলতে শেষ পর্যন্ত তোমার পাশে থাকবে। তিনি বলেন, তোমরা তোমাদের পরিবারের প্রত্যাশা, জাতির প্রত্যাশা। কিন্তু সঠিক গাইড লাইন না পাওয়ার কারণে যারা হওয়ার কথা ছিল দেশের সম্পদ, তারা হয়ে পড়ছে দেশ এবং পরিবারের বোঝা। আজকের পৃথিবীতে অশান্তির মূল কারণ মানুষ ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, তোমরাই পারবে দেশকে দুর্নীতি, অপসংস্কৃতি মুক্ত করে উন্নতির শিখরে নিয়ে যেতে।
প্রধান আলোচক প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ বলেন, তোমরা এ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আগামী দুই বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে সেজন্য নিজেকে প্রস্তুত করবে। তোমরা সেরাদের সেরা। তোমাদের হাত ধরে এদেশ আবার বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।
শিবিরের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা আবু মুসা বলেন, পরীক্ষায় এ প্লাস পাওয়ায় তোমাদের দায়িত্ব যেমন বেড়ে গেছে তেমনি তোমাদের অভিভাবকদের উচ্চাশাও আকাশ ছুঁয়েছে। নিজেদেরকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাহীন সততা যেমন অর্থহীন তেমনি সততাহীন মেধাও মূল্যহীন।
জামায়াত আমীর মুফতি আব্দুল হান্নান বলেন, সৎ ও মেধাবীদের প্রিয় ঠিকানা ইসলামী ছাত্রশিবির। তিনি শিবিরের ছায়াতলে সমবেত হয়ে আগামী দিনের সুন্দর সুখী বাংলাদেশ গড়তে প্রস্তুত হতে ছাত্র-ছাত্রীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।