মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : মতলব উত্তর শিক্ষাবর্ষ ২০২৬-এর প্রথম দিন ১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বিভিন্ন বিষয়ের পাঠ্যবই তুলে দেন। বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। ফলে শোক চলাকালীন সময়ে বই বিতরণ কার্যক্রমে সব ধরনের উৎসব ও আনুষ্ঠানিকতা পরিহার করার নির্দেশনা দেওয়া হয়।