নারী স্বাস্থ্য বিষয়ে একাডেমিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সোমবার ‘Women’s Wellness: Academic Responsibility and Institutional Priority’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পরিচালক, প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার, প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

বিআরবি হসপিটালের ডা. জান্নাতুর নাঈম নারীর প্রজনন স্বাস্থ্য, হরমোনজনিত সমস্যা ও মানসিক চাপ বিষয়ে বক্তব্য দেন। উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তিনি সেমিনারটি আরও প্রাণবন্ত করে তোলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, “নারীর স্বাস্থ্য বিষয়ে সচেতনতা একটি প্রাতিষ্ঠানিক অগ্রাধিকার হওয়া উচিত।চ্ তিনি জানান, গাকৃবিতে শীঘ্রই ডে-কেয়ার সেন্টার স্থাপনসহ নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসিথর অতিরিক্ত পরিচালক, প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। সেমিনার শেষে স্মৃতিচারণমূলক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।