গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী ভূরঘাটা আৎ তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসায় পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলার ভুরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদরাসার উদ্যোগে আয়োজিত পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা ৪টি উপজেলার প্রায় দুই শতাধিক ছাত্র পবিত্র কুরআনের হিফযুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন গতকাল সোমবার বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার মোহতামিম হাফেজ ইমারত হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন মোহতামিম হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সভায় বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ এনামুল হক হাফেজ মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ তাজিম উদ্দিন, হাফেজ মোজাম্মেল হোসেন, মাওলানা আবু মুসা প্রমুখ।
প্রতিযোগিতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০ টি মাদরাসার প্রায় দুই শতাধিক ছাত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে বিজয় ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।