জাবি সংবাদদাতা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ তম ব্যাচ) শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৮-১৯ সেশনের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভাপতি নির্বাচনের জন্য সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণ করা হয় এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়। এরপর তিনি শপথবাক্য পাঠ করেন।

নতুন সভাপতি মোস্তাফিজুর রহমান শাখার সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা সমাবেশের সঞ্চালনা করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

নবনির্বাচিত কমিটি জাবি শাখার কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে বলে সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।