ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি একাডেমিক বিনিময় সভা আজ ১৯ এপ্রিল ২০২৫ শনিবার বিশ্ববিদ্যালয়ের ভিসির সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-মহাপরিচালক মি. ঝাও দেরং, ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. ডুয়ান জিংউ, ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মি. লি ইয়াও, ইউনান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অফিসের উপ-পরিচালক মি. শেন ইউন, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সভাপতি মি. জিয়া জুয়েশান, ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগের আন্তর্জাতিক বিনিময় কেন্দ্রের পরিচালক মিসেস ল্যান ইয়ান, কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. প্যান জুয়েজুন, ইউনান নরমাল বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির উপ-সচিব মি. জিয়াং ফুলু, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মি. ওয়াং কিলিয়াং, ইউনান চাইনিজ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মিসেস ইউ জি, হংহে বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির উপ-সচিব মি. ঝাও রুজি, পু’র বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মি. তিয়ান ইয়াং, ইউনান ভোকেশনাল কলেজ অফ ট্রান্সপোর্টের পার্টি কমিটির উপ-সচিব মি. পু পিংগাও, ইউনান ভোকেশনাল কলেজ অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল টেকনোলজির ভাইস প্রেসিডেন্ট মি. জি কিংফেং এবং ইউনান ভোকেশনাল কলেজ অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের ভাইস প্রেসিডেন্ট মিসেস শেন ইউকিওং নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সভায় উপস্থিত ছিলেন।

সভায় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চিকিৎসা, স্বাস্থ্য, জলবায়ু, পরিবেশ এবং বায়ু দূষণ সংক্রান্ত চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।
তারা গবেষণার পাশাপাশি বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতিক দল, শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কেন্দ্র এবং চীনা বিশ্ববিদ্যালয়সমূহে বাংলা ভাষা কেন্দ্র প্রতিষ্ঠার উপরও জোর দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ইউনান প্রাদেশিক শিক্ষা বিভাগ এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা প্রতিষ্ঠানসমূহের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ‘ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনী’তে যোগদানের জন্য বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছে।