জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আবু হানিফ খন্দকারের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কিডনি জটিলতায় দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি গত ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি, প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এতে আরও বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম,আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আহমেদ শিশিম, পরিবহন দপ্তরের পরিচালক মোসলেম উদ্দিন, এবং কর্মকর্তা মিয়া হোসেন রানা, মোস্তাক আহমদ, মিয়াজ উদ্দিন, আলমগীর হোসেন ও সাইফুল ইসলাম।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে মরহুম আবু হানিফ খন্দকারের নিষ্ঠা, কর্মপ্রাণতা ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করে বলেন, “তিনি ছিলেন দায়িত্বশীল, পরিশ্রমী ও সহকর্মীবান্ধব একজন কর্মকর্তা। তাঁর অভাব জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবারে গভীরভাবে অনুভূত হবে।” তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন। স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।