গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলছে শনিবার ছুটির দিনে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস। দীর্ঘদিন কর্মবিরতি চলার কারণে শিক্ষার্থীদের ক্লাস হয়নি তাই শনিবারে নেওয়া হচ্ছে ক্লাস।
ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নাফ প্রধান জানান, জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী স্যারের ডাকে আমরা কর্মবিরতি পালন করেছিলাম। তবে বর্তমানে তার নির্দেশনায় ছুটির দিনেও অর্থাৎ শনিবারেও বিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছি। এ মাধ্যমে আমরা চাই শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ক্ষতি না ঘটে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রম বজায় থাকে।’
শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী স্যারের নির্দেশনার প্রতি সম্মান রেখে আমরা কার্যক্রম পুনরায় চালু করেছি। এতে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পাঠদান ও পড়াশোনায় অংশগ্রহণ করতে পারছে। আমাদের লক্ষ্য, কোনো শিক্ষার্থী যেন শিক্ষাগত ক্ষতির মুখে না পড়ে।