গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ও উদ্ভাবনভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং-এর মধ্যে কৃষি গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প-শিক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তির আওতায় যৌথ গবেষণা, শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ, উন্নত কৃষি যন্ত্রপাতি ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবসা মডেল উন্নয়নে একসঙ্গে কাজ করবে উভয় পক্ষ। এতে গঠনমূলক শিল্প-শিক্ষা সংযোগ গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, “এই সমঝোতা চুক্তি শুধু শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে না, বরং দেশের কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, এবং স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং-এর ম্যানেজিং পার্টনার আদিবা সোলায়মান আজানি।

স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং-এর চেয়ারম্যান নূর জাহান আদিবা আজানি তার বক্তব্যে বলেন, “আমরা কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের সে লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ, রেজিস্ট্রার ও কোম্পানির অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাকৃবির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, “এই চুক্তি শিক্ষা ও গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

উল্লেখ্য, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কোং কৃষি প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গবেষণাভিত্তিক পণ্যের মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।