স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাজীপুরের চারটি বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পৃথক শোকবার্তায় জাতির এই অপূরণীয় ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন।
শোকবার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী। তিনি ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা বিস্তারে ঐতিহাসিক ভূমিকা রাখেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ গণতন্ত্রের এক অভিভাবককে হারালো। রাষ্ট্রনায়ক হিসেবে তাঁর অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকের প্রতীক হিসেবে বাউবিতে সাধারণ ছুটি ঘোষণা ও পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএ মোস্তাফিজুর রহমান শোক প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, সাহস ও ত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতার প্রতীক। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।