ভাবনার শক্তিতে গড়ে ওঠা, গৌরবের লক্ষ্যে প্রতিযোগিতা- এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে ধারণ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার বর্ণাঢ্য ফাইনাল পর্ব। সপ্তাহজুড়ে বুদ্ধিবৃত্তিক উত্তাপ ছড়িয়ে দেওয়া এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান গত ২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ৮টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। চার রাউন্ডের ট্যাবুলেশন শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় সেরা চার দল। বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ লড়াই পেরিয়ে ফাইনালে মুখোমুখি দাঁড়ায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের দল ‘থ্রি মাস্কেটিয়ার্স’ এবং বন ও পরিবেশ অনুষদের দল “সংশপ্তক”।
ফাইনাল পর্বে বিতর্কের মোশন ছিল- ‘এলডিসি থেকে উত্তরণ বিলম্বিকরণ জাতীয় স্বার্থের পরিপন্থী’। বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, ধারালো যুক্তি, শব্দচয়ন ও উপস্থাপনার শক্তিতে দুই দলই দর্শক-শিক্ষকদের মনোযোগ ধরে রাখে। শেষ পর্যন্ত বিচারকদের মূল্যায়নে বিজয়ী হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’। সংশপ্তক দলের আন্না মারিয়া ফাল্গুনী হন “ডিবেট অব দ্য টুর্নামেন্ট”, আর ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর ফাতেমা তুজ জোহরা অর্জন করেন “ডিবেট অব দ্য ফাইনাল” খেতাব।
ফাইনাল রাউন্ডে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মেহেদী হাসান। বিচারকের আসনে ছিলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মোস্তাকিম বিল্লাহ, মাহবুব হাসান রিফাত, সাবেক সাধারণ সম্পাদক রিফাতুল ইসলাম শাফি এবং ডুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি মো. হাবিবুর রহমান।