আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর, সহজলভ্য ও উদ্ভাবনী সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নতুন এই ওয়েবসাইটটি বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তরের যাত্রায় এক নতুন মাইলফলক। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গবেষকদের জন্য আরও সহজ, আধুনিক ও ব্যবহারবান্ধব অনলাইন সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।
আমরা বিশ্বাস করি, এই ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত নতুন অফিসিয়াল ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল¬াহ, রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মনির চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার মো. সোলায়মান মিয়া প্রমুখ।
ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আজাদী আরও বলেন, আইআইইউসি তার প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষার গুণগত মান উন্নয়নে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সচেষ্ট। সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকেও হতে হবে আরও প্রযুক্তিনির্ভর। নতুন ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রাম, ভর্তি সংক্রান্ত তথ্য, কোর্সের বিস্তাারিত বিবরণ, অনুষদ ও বিভাগের কার্যক্রম, একাডেমিক ক্যালেন্ডার, গবেষণার আপডেট এবং শিক্ষার্থীদের বিভিন্ন সেবা আরও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা আশা করছি আপডেট এই ওয়েবসাইটটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গবেষকদের জন্য তথ্য প্রাপ্তির এক সহজ এবং একক প¬্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ওয়েবসাইটের উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটি ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক প্রকৌশলী জালাল উদ্দিন, সিনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ফয়সাল আহমেদ, সিনিয়র সহকারী সিস্টেম অ্যানালিস্ট মাহি উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রধান এবং কর্মকর্তাবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।