বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘জুলাই-২০২৪’ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি গাজীপুরের প্রধান ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ শেষে এ দোয়ার আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাউবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে। আমরা চাই না, আর কখনো এমন মর্মান্তিক অধ্যায়ের পুনরাবৃত্তি হোক। আমাদের লক্ষ্য একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়Ñএই দায়বোধ থেকে আমরা কাজ করব একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলম, বিশ্ববিদ্যালয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আল-আমিন সরকার, বিভিন্ন স্কুলের ডীন, শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।