বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীতব্য ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারী টেস্ট ((MCQ Type)শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ সকাল ৯-৩০ মিনিটেটর পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। বিষয়টি প্রবেশপত্রে এবং পরীক্ষা পরিচঅলনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেয়শনা উল্লেখ রয়েছে। ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারী টেস্ট ((MCQ Type)) সুষ্ঠু অনুষ্ঠান এবং হলের শৃঙ্খলা পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের পরক্ষিা পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা পরীক্ষা এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে প্রতিপলন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
শিক্ষাঙ্গন
৪৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ((MCQ Type)) প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ সময়
বাংলাদেশ সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীতব্য ৪৭তম বিসিএস-এর প্রিলিমিনারী টেস্ট ((MCQ Type)শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে অবশ্যই পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে অর্থাৎ সকাল ৯-৩০ মিনিটেটর পর কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না।