ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাতিমা তাসনীম জুমা।
মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের লিবারেল শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিসর তৈরি করাই তার লক্ষ্য।
জুমা বলেন, আমি শিবির বা ছাত্রী সংস্থার কেউ নই। আমি সম্পূর্ণ লিবারেল একজন মানুষ। শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার মূল কারণ হলো, এখান থেকে আমার কাঙ্ক্ষিত পদে জোটবদ্ধ হওয়ার সুযোগ এসেছে। এতে আমার নির্বাচনে জয়ের সম্ভাবনা বাড়বে।
তিনি জানান, ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি আগেই জানিয়েছিলেন, যে কোনো সংগঠন বা প্যানেল চাইলে তাকে অন্তর্ভুক্ত করতে পারে। অনেক সংগঠন যোগাযোগ করলেও শেষ পর্যন্ত ছাত্রশিবিরের প্রস্তাবকে নিজের জন্য উপযুক্ত মনে করেছেন তিনি।
জুমা বলেন, অনেকে ভাবছে শিবিরের প্যানেলে মানেই শুধু পর্দা করা মেয়েদের জায়গা। আসলে বিষয়টা তা নয়। আমি মনে করি, লিবারেল শিক্ষার্থীদের জন্যও আলাদা নিরাপদ স্পেস থাকা জরুরি। আমি সেই প্রতিনিধিত্ব করতে চাই।
সমালোচনার বিষয়ে তিনি আরও বলেন, আমাকে নানা ভাবে ফ্রেমিং করার চেষ্টা চলছে। কিন্তু আমি কোনো অপরাধ করিনি। কেউ যদি প্রমাণ করতে পারে, তবে বলতে পারে। অন্যথায় এসব সমালোচনায় আমি বিচলিত নই।