বান্দরবান (রোয়াংছড়ি) সংবাদদাতা : গতকাল সোমবার সকালে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবান পৌরএলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত অদম্য মেধাবী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বান্দরবান পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক, প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, বিশেষ অতিথি পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছার পিপিএম (বার), বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহাজান সিরাজ ভুঁইয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।

অভিভাবক হিসাবে বক্তব্য রাখেন বান্দরবান আল ফারুখ ইনিষ্টিটিউট এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষিকা কামরুন নাহার শিল্পি।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো:রিদুয়ান (ইস.সি.মাদ্রাসা), ঐশ্যর্য চক্রবর্তী (ক্যান্ট. পা. স্কুল), আনিকা চৌধুরী (আফাই), অর্পিতা মজুমদার (বালিকা উ.বি.), অজয় চক্রবর্তী (ব.স.উ.বি.)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাকেন, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক এস এম মন্জুরুল হক বলেন আজ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত সর্বোমোট ৮৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হলো। আগামীতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেনীতে অধ্যয়ন রত শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করা হবে। বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

ইতি মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বাচাইকৃত শিক্ষার্থীদের মাঝে বিপুল সংখ্যক ছাতা বিতরণ করা হয় বলে তিনি জানান।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, সনদ ও উপহার তুলে দেন।