ঢাকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোঃ শামসুল ইসলাম বলেন, আমাদের এই বাংলাদেশে প্রকৃত আলেমের খুব অভাব। আমাদের আলিয়া মাদরাসাগুলোতে আবার জ্ঞানপিপাসু আলেমদের পদচারণায় মুখরিত হবে এই পরিবেশ ফিরিয়ে আনার পবিত্র দায়িত্ব আমাদের উপর বর্তেছে। তিনি বলেন, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা শুধু টপ টেনে অবস্থান করবে না এই মাদ্রাসা একদিন এক নম্বর মাদ্রাসা হিসেবে পরিগণিত হবে ইনশাআল্লাহ ।

তিনি সম্প্রতি মাদ্রাসা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য দান করে এসব কথা বলেছেন।মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মাহমুদুল হকের সন্চালনায় সদ্য সংযোজিত অনার্স শ্রেণীর ছবক দান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলিউল্লাহ, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোঃ আইয়ুব হোসেন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাহবুবুর রহমান। মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা ফারুক আহমাদ স্বাগত বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন দারুল ইসলাম সোসাইটির চেয়ারম্যান মুফতি আবদুল হান্নান। অনুষ্ঠানের প্রধান অতিথি অনার্স ক্লাসে ছবক দেয়া ও সংবর্ধিত ছাত্রদের হাতে ক্রেস্ট তুলে দেয়া ছাড়াও মাদরাসায় চালু হতে যাওয়া ফালাহিয়া ডিবেটিং সোসাইটি, ফালাহিয়া সাইন্স সোসাইটি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আরবি ভাষা ক্লাব ও স্পোর্টস টেরিটরি, উদ্বোধন করেন। অতিথিবৃন্দ এসে পৌঁছলে মাদ্রাসার চৌকস স্কাউট দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরক জেগে উঠতে হবে। সমগ্র জাতি তোমাদের দিকে চেয়ে আছে।এই মাদরাসা থেকে ইমাম মালেক, ইমাম গাজ্জালি, ইমাম ইবনে তাইমিয়ার মত আলেম বের হতে হবে।