শিক্ষাঙ্গন
নাইক্ষ্যংছড়ি-আশারতলি তাফহীমুল কুরআন মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আশারতলি তাফহীমুল কুরআন মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
মাহমুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ আশারতলি তাফহীমুল কুরআন মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মাদরাসার মাঠে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর,জেলার আইনজীবী’র সমিতি নবনির্বাচিত সভাপতি,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের সদস্য ও আগামী বান্দরবান ৩০০ নং আসনের সংসদীয় প্রার্থী, পাহাড়ি বাঙালীর মাটিও মানুষের আস্তার ঠিকানা এড.আবুল কালাম। আশারতলী তাফহীমুল কোরআন দাখিল মাদরাঙঙঙসার সুপার মাওলানা নুর আহমদ এর সভাপতিত্বে মাওলানা সৈয়দ কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী,সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর,বান্দরবান জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমদ।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি এড.কামরুল আমীন,সেক্রেটারি আইয়ুব আনছারি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন।