জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি)-এর আমন্ত্রণে ‘গ্লোবাল রিইউনিয়ন-২০২৫’ এ অংশগ্রহণের উদ্দেশ্যে ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উপাচার্য গতকাল (২২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি ২৬ জুলাই ‘Teaching and Learning in Bangladesh Universities– Past and Future’ শীর্ষক একটি সেমিনারে বক্তব্য প্রদান করবেন। সেখানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্মত শিক্ষা, এ্যাকাডেমিক দক্ষতা এবং উচ্চশিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তিনি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জাহাঙ্গীরনগরের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য উপাচার্য অধ্যাপক কামরুল আহসান আগামী ২৯ জুলাই দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।