গত শুক্রবার ঢাকাস্থ বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সারাদেশ থেকে আগত বিভিন্ন কলেজ ও মাদরাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রা্স্িটজের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর সাইয়েদ কামালুদ্দিন জাফরী।সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি সরকারের সাবেক সচিব কাজী আখতার হোসেন। উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আ ন ম রফিকুর রহমান মাদানী ও সাইয়েদ শহিদুল বারী।

ভর্তি বিভাগের প্রধান মোঃ শামসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মো: মিজানুর রহমান ও সদস্য সাইয়েদ জারীর জাফরী, রেজিষ্ট্রার ড. সোহেল আল বেরুনী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর শের মোহাম্মদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর সুলতান আহমদ ও সহযোগী অধ্যাপক ড. মো: মোবারক হোসেন।

অনুষ্ঠানে আগত বিভিন্ন কলেজের শিক্ষকমন্ডলী অত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসটি মতিঝিলের এতো সন্নিকটে মনোরম পরিবেশে মুগদা থানার মান্ডায় অবস্থিত গ্রীনমডেল টাউনে তৈরি করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ছাত্র ও ছাত্রীদের আলাদা সময়ে ক্লাস হয় ও আলাদা বাস সার্ভিস রয়েছে জেনে আনন্দিত হয়ে প্রত্যেকে নিজ নিজ কলেজ থেকে এখানে শিক্ষার্থী ভর্তির জন্য পাঠাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। প্রেসবিজ্ঞপ্তি।