নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এর নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান গত রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি শিক্ষকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে এনইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ, প্রো-ভিসি, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবক—তাদের বাবা-মায়ের মতো। শিক্ষার্থীরা যেন সঠিক দিকনির্দেশনা পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের সব কাজ হবে শিক্ষার্থীকেন্দ্রিক। তিনি সকল শিক্ষককে একটি পরিবারের মতো ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, টিমওয়ার্ক ছাড়া আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব না। আমাদের অবশ্যই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের গবেষণা এবং প্রকাশনা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের র্যাংক অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের গুণগতমানের গবেষণা ও প্রকাশনার ওপর। নর্দান ইউনিভার্সিটিকে নতুন উচ্চতায় নিতে যা যা করণীয়—সবকিছু করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় তিনি ট্রাস্টি বোর্ড থেকে প্রয়োজনীয় সমর্থন কামনা করেন। ভিসি যৌন হয়রানি, একাডেমিক অসততা এবং সব ধরনের নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্য লাবিবা আব্দুল্লাহ বলেন, একজন নেতা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে অন্যদের প্রভাবিত করেন। প্রত্যেক ফ্যাকাল্টি সদস্যই একজন নেতা। নবনিযুক্ত উপাচার্যের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, উপাচার্য মিজানুর রহমানের মধ্যে যোগ্যতা ও সততা—এই দুটো গুরুত্বপূর্ণ গুণ রয়েছে, যা একজন ভালো নেতার জন্য অত্যন্ত জরুরি। তিনি সকল শিক্ষকের প্রতি ভিসিকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, এই সহযোগিতার মাধ্যমেই নর্দান বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। প্রেসবিজ্ঞপ্তি।