স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)-২০২৫ এর উদ্বোধন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেছেন, “এই ধরনের প্রতিযোগিতা তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা ও মেধা বিকাশের জন্য কার্যকর প্ল্যাটফর্ম।

শুক্রবার ডুয়েটের পুরাতন একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ ও ডুয়েট কম্পিউটার সোসাইটির আয়োজনে এই প্রযুক্তি উৎসবের উদ্বোধন হয়। অনুষ্ঠানে ভিসি বলেন, “আমরা পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে দক্ষ করে তুলবে এবং প্রযুক্তিনির্ভর নতুন বাংলাদেশের পথ দেখাবে।

দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। মূল ইভেন্টগুলোতে রয়েছে প্রোগ্রামিং কনটেস্ট ও আইসিটি অলিম্পিয়াড।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলাম। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন অধ্যাপক ড. আবুল কাশেম, অধ্যাপক ড. নাছিম আখতার, অধ্যাপক ড. আব্দুর রউফ, অধ্যাপক ড. মমতাজ বেগম, অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক খাজা ইমরান মাসুদ।

আগামীকাল পুরস্কার বিতরণের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হবে।