ফেনী সদর হাসপাতাল মোড়স্থ গুণগত মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) শহরের একটি কনভেনশন হলে মাদরাসার অধ্যক্ষ ও তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা রশিদ আহমদ শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ শামছুল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফকিহ মাওলানা মুফতি আবদুল হান্নান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আফলাতুল কাউসার, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন বাবুল, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, পাহাড়তলী শাখার প্রিন্সিপাল মুহাম্মদ জালাল উদ্দিন, তাযকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এডুকেশন ও ফিন্যান্স ডিরেক্টর মাওলানা মোঃ মাঈন উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে মাদরাসার একাডেমিক কাউন্সিলের সদস্য বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ফয়েজুল্লাহ, সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলীল, ধর্মপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল লতিফ, ফেনী আলিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব গাজী ইকবাল হোসেন।